Ticker

5/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

আজ আমাকে ছেলেপক্ষ দেখতে আসবে...

আজ আমাকে ছেলেপক্ষ দেখতে আসবে। একটা প্রেমিক না থাকায় বেশ মুশকিলে ছিলাম কারণ কেউ যখন নাই তখন নাকি বিয়ে করতে হয়। শুরুতে মুশকিল মনে হলেও এখন বেশ ভালো লাগছে। কারণ ছেলের ছবি আমি দেখেছি ।দেখতে একদম ইমরান হাশমির মত। আমি কখনোই এত হট কাউকে পটাতে পারতাম না আর এখানে তার মা আমাকে ইতিমধ্যে পছন্দ করে বসে আছেন ভাবলেই ভাল লাগে।

যথারীতি সবাই আসলেন। কিন্তু কি এক মুসিবতে পড়লাম। ছেলের দিকে তাকাতে মানা করেছেন মামা। তাকানো নাকি বেহায়াপনা । কেমনটা লাগে?
অনেকক্ষন পর আমাদের আলাদা কথা বলতে দেওয়া হলো। কি রোমান্টিক একটা সময়। ছেলে আমাকে পছন্দ করলো।
ইদানীং প্রায় ফোনে কথা হয় আমাদের।কি রোমান্টিক সাকিব। ওর নাম আবার সাকিব।যাইহোজ বিয়ে আমাদের ঠিক হয়েছে সামনের সপ্তাহে।
হঠাৎ করে সাকিব আজ বললো ফেসবুক আইডি দিতে। আমিও দিয়ে দিলাম।বললো ফ্রেন্ড রিকুয়েস্ট দিচ্ছে। এখন থেকে আমরা চ্যাটিং করবো।
নোটিফিকেশন পেয়ে ফেসবুকে ঢুকলাম।ওমা এ কে ? আইডির নাম ইঞ্জিনিয়ার সাকিব। আমি আমার চোখকে বিশ্বাস করাতে পারছিলাম না যে এটা কি দেখলাম। তারপর পোস্ট দেখতে গেলাম। feeling happy with 42others। ও আল্লাহ এটা কি। আমি কান্না শুরু করবো ঠিক তখন ম্যাসেজ দিলো , " choa tomaka onak sundar lagsa cobita"
আমি আর সহ্য করতে না পেরে ভেউভেউ করে কেঁদে দিলামম।
গত দুদিন ধরে আমি কিছু খাইনা। সাকিব আমার প্রতিটা ছবিতে কমেন্ট করছে "nyc", " nyc lagsa" " tumi kub sundar"। আমার ফেসবুকে গেলেই এখন কান্না পায়।
কাল আমাদের বিয়ে। আমি টানা এতদিন শুধু কান্না করছি আর বাসায় সবাই ভাবছে সবার শোকে।এটা যে কি শোক বুঝাই কাকে।
একবার শুধু বাবাকে বলেছিলাম তার আইডির নাম ওমন কেনো। বাবা রেগে গিয়ে বললেন ইঞ্জিনিয়ার হয়ে এটা না লিখে ডাক্তার লিখবে নাকি"।
ডিসিশন নিলাম বিয়েটা করবো। প্রেমিক না থাকায় না করার স্কোপ নাই। ভাবলাম মানিয়ে নিবো। হাজার হোক ইমরান হাশমির মত বর পাবো।
আজ আমাদের বিয়ে হয়ে গিয়েছে। বাসর ঘরে বসে সাকিবের অপেক্ষায় আছি ।হঠাৎ করে নোটিফিকেশন আসলো। সাকিব আমাকে ট্যাগ দিয়েছে। বুকটা ধুক করে উঠলো। গিয়ে দেখলাম,
Got married with Arni Shawkat Chowa and 56 others.
©অর্নি সাখাওয়াত

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ