Ticker

5/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

বউ এর সাথে ঝগড়া!!! অসম্ভব!!!

রাতে বউয়ের সাথে তুমুল ঝগড় করেছি৷ ওরে বলছি "তুমি যদি মানুষের বাচ্চা হও তাহলে আমার সাথে কথা বলবে না"

ব্যাস, কাজ হয়েছে,আর কথা বলে না। খালি রাগে ফোলে। সারারাত নাক টেনে কান্না করছে৷ না নিজে ঘুমাচ্ছে না আমাকে ঘুমাতে দিচ্ছে৷

সকালে খেতে বসে দেখি আজব কান্ড, আমার খাওয়ার পাশে খাতা কলম রাখা।

বললাম এগুলা কি..?

বউ তার খাতায় কি জানি লেখলো।

তারপর আমাকে দেখালো, লেখা আছে..."আমি মানুষের বাচ্চা, তাই কোনোও কথা নাই" আজব কাহিনি! 

যাই হোক৷ সে নিজে আমাকে মাংস দিলো ৩ পিস। আমি খাতায় লিখলাম, "২ পিস দাও"

খাওয়ার মাঝে লিখলাম,"পানি দাও"।

রাতে ঘুমানোর আগে আমি শুয়ে আছি।

সে গুন গুন করে গান গাইছে আর চুল আঁচড়াচ্ছে। কি চমৎকার দৃশ্য আমি খাতায় খস খস করে লিখলাম "প্রিয় জানু, আগামিকাল সকাল ৮ টায় আমার অফিসে একটা জরুরী মিটিং আছে।

প্লিজ সকাল ৭ টায় ডেকে দিও।

চিঠি টা বউয়ের হাতে দিয়ে আমি ঘুমিয়ে গেলাম।

ঘুম থেকে উঠে দেখি ৯টা ৩৫।

চিৎকার দিয়ে উঠে বসছি। এইটা কি......? 

পাশ ফিরে দেখি বউ নাই।

বউয়ের জায়গায় একটা চিঠি।তারাতাড়ি করে খুলে দেখি, একটা লেখা ও- ওগো শুনছো সকাল সাড়ে ৭টা বাজে প্লিজ উঠো তোমার দেরি হয়ে যাচ্ছে!!


ভাইরে ভাই আমার জীবন শেষ, ভুলেও বউ এর সাথে কোনোদিন ঝগড়া করতে যাবেন না 😖


- সংগৃহীত


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ