Ticker

5/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

আমি ভালো নেই বলার আগে...



আমি ভালো নেই বলার আগে সদর হাসপাতাল থেকে একটু ঘুরে আসুন, ঘন্টা ২ জরুরী বিভাগ এর সামনে দাঁড়ালে অনেক কিছুই বুঝতে পারবেন।



আমার কেউ নেই বলার আগে এতিম খানা থেকে একটু ঘুরে আসুন, দেখবেন সবকিছু হারিয়ে বাচ্চাগুলো কিভাবে মন থেকে হাসে।

খুব কষ্টে আছি বলার আগে গভীর রাতে মাথার নিচে ইট নিয়ে নাক ডেকে ঘুমিয়ে থাকা পথশিশুদের কাছে থেকে একটু ঘুরে আসুন, অনেক প্রশ্নের উত্তর পাবেন।

বেঁচে থাকার ইচ্ছে নেই বলার আগে একজন মৃত্যুপথযাত্রী পেসেন্টের সাথে কিছু সময় কাটান, দেখবেন বেঁচে থাকার আগ্রহ কাকে বলে।

আমার চেহারা ভালো না বলার আগে এসিডদগ্ধ বোনের সাথে ১ বার দেখা করে আসুন, দেখবেন চেহারা কত সুন্দর আপনার।

সে আমাকে ছেড়ে চলে গেছে বলার আগে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করুন, কারণ সে আপনাকে ছেড়ে গেছে বলেই আপনি জিবনে এমন কাউকে পাবেন যে আপনাকে ছেড়ে যাবে না।

আপনি যখন ডিপ্রেশন নামক সমুদ্রের পাড়ে ডুবে মরবেন বলে সিদ্ধান্ত নিচ্ছেন, সেখানে ওই সমুদ্রে শত শত মানুষ সাঁতার কেটে জিবন পার করছে।

ভালো থাকার দুটো সূত্র আছে,

প্রথমটা হচ্ছে কম প্রত্যাশা করা ।
দ্বিতীয়টা হচ্ছে যেটা পেয়েছি সেটা নিয়ে সন্তুষ্ট থাকা ।

ওরা যেটা পেয়েছে আমি সেটা পাইনি এই মানসিকতা কখনোই আপনাকে ভালো থাকতে দিবে না বরং এভাবে চিন্তা করুণ আমি যেটা পেয়েছি অনেকেই সেটা পাইনি, দেখবেন আপনার জীবন কত সুন্দর।


©Unknown

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ