যখনই বুঝবেন- আস্তে আস্তে অবমূল্যায়িত হচ্ছেন , মূল্যহীন হয়ে যাবার পূর্বে সেখান থেকে সরে আসুন ।
ঘৃণা বা অবমূল্যাণ যখন মানুষকে একবার ভর করে - ভালোবাসা এবং শ্রদ্ধার পারদ তখন খুব দ্রুত নামতে থাকে । যতো চেষ্টাই করুন না কেনো - পারদ উপরে তুলতে পারবেননা , আরো মূল্যহীন হতে থাকবেন ।
সসম্মানে সরে আসার কষ্ট সাময়িক , তবে নিজের মর্যাদাকে টিকিয়ে রাখার বিজয়ের আনন্দ চিরদিনের এবং শুধুই আপনার ।
যে আপনাকে মূল্যহীন ভেবেছিলো তাকে আপনার শুণ্যতা অনুভব করার সুযোগ দিন ,
তাকে তুলনা করার সুযোগ দিন ।
তাকে বলতে দিন - ‘ আমি ভুল করেছি , আমি ক্ষমাপ্রার্থী ! ‘ আপনি না হয় একটা বড় দীর্ঘশ্বাস ফেলে একান্তে , নিরবে বিজয়ীর স্মিত হাসি হাসুন !
-ডা.আসিফ সৈকত
0 মন্তব্যসমূহ